বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

‘নওয়াজ শরীফকে লন্ডন থেকে ফেরত না এনে জনগণের সমস্যা সমাধান করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে লন্ডন থেকে ফেরত আনার চেষ্টার সমালোচনা করেছে ক্ষমতাসীন ইমরান খান সরকারের প্রধান মিত্র পাকিস্তান মুসলিম লীগ কায়েদ- (পিএমএল-কিউ)। তারা বলছে, এর পরিবর্তে পাকিস্তানের জনগণের সমস্যার দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত।

পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হুসাইন বলেছেন, সরকার যদি পাকিস্তানের জনগণের সমস্যাগুলো উপেক্ষা করতেই থাকে তখন ‘সৃষ্টিকর্তাই কেবল দেশকে রক্ষা করতে পারে।’

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পিএমএল-কিউ নেতা বলেছেন, ‘নওয়াজ শরীফকে ফেরত আনতে সরকারের সময় অপচয় বন্ধ করা উচিত। সরকার তাকে ফেরত আনতে পারবে না।’

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সম্প্রতি নওয়াজ শরীফকে ফেরত আনতে সরকারের উদ্যোগ বাড়ানোর পর এই মন্তব্য করেছেন সুজাত হুসাইন। ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইমরান খান সরকারের অনুমতির পর চিকিৎসার জন্য সেখানে যান পিএমএল-এন নেতা নওয়াজ।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহজাদ আকবার বলেছিলেন, নওয়াজ শরীফ যুক্তরাজ্যে কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ ইসলামাবাদ সক্রিয়ভাবে তার আত্মসমর্পণের মামলা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘নওয়াজ শরীফ একজন বন্দি ছিলেন এবং ব্রিটিশ অভিবাসন আইন অনুসারে ভ্রমণ ভিসা পাওয়ার যোগ্যও নন।’ সূত্র : এএনআই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ