বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

আফগান নববর্ষেই স্কুলে যাবে মেয়েরা: ঘোষণা তালেবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের ইসলামিক এমিরেট সরকার আগামী মার্চের শেষের দিকে সমস্ত বালিকা বিদ্যালয় পুনরায় চালু করার আশা করছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য জানিয়েছেন।

আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের বেশিরভাগ মেয়েরা ৭ গ্রেডের পরে স্কুলে ফিরে যেতে পারেনি। দেশটির সংস্কৃতি ও তথ্য উপমন্ত্রী মুজাহিদ বলছেন, ২১ মার্চ থেকে শুরু হবে আফগান নববর্ষ। তখন শিক্ষা বিভাগগুলো সমস্ত মেয়েদের জন্য ক্লাসরুম খুলতে চাইছে। প্রতিবেশী ইরানের মতো আফগানিস্তানও ইসলামিক হিজরি সাল সংরক্ষণ করবে।

সাক্ষাত্কারে মুজাহিদ বলেন, নারীর জন্য শিক্ষার বিষয়টি রাষ্ট্রের ক্ষমতার প্রশ্ন। মেয়ে এবং ছেলেদের স্কুল অবশ্যই সম্পূর্ণ আলাদা করা উচিত। এখন পর্যন্ত সবচেয়ে বড় বাধা হল পর্যাপ্ত ছাত্রাবাস বা হোস্টেল তৈরি করা, যেখানে মেয়েরা স্থান পেতে পারে।

মুজাহিদ বলছেন, জনবহুল এলাকায় ছেলে ও মেয়েদের জন্য শুধু আলাদা শ্রেণিকক্ষ থাকাই যথেষ্ট নয়। তাদের জন্য আলাদা স্কুল ভবনও প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, আমরা শিক্ষার বিরুদ্ধে নই, এ ব্যাপারে আমাদের ভুল বোঝা হচ্ছে।

বিশ্ব সম্প্রদায় আফগানিস্তানে মেয়ের শিক্ষা ও স্কুলে যাওয়া নিয়ে তালেবানদের চরম সমালোচনা করে আসছে। শুরু থেকেই মেয়েরা স্কুলে যেতে না পারায় ব্যাপক সমালোচনায় পড়ে তালেবান। তবে আস্তে আস্তে মেয়েদের জন্য শিক্ষার পরিবেশ উন্মুক্ত হচ্ছে।

তালেবান বার বার বলে আসছে, মেয়েদের শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই। উপযুক্ত পরিবেশ তৈরি করেই তাদের শিক্ষাজীবনে ফিরিয়ে আনা হবে। কারণ হিসেবে তালেবান দেখিয়েছিল, মেয়েদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও নিরাপদ হয়ে ওঠেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ