বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জাপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় এ সমবেদনা জানান তিনি।

জিএম কাদের বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠনের পাশাপাশি নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ