বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

‘সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে জনগণকে শোষণ করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে, এদেশে তেলের দাম বাড়ার কোন যুক্তিকতা নেই। কাজেই তেলের দাম অবিলম্বে কমাতে হবে। তেলের দাম বাড়িয়ে সরকার লুটেরাদেরকে সুযোগ করে দিয়েছে। ফলে সিন্ডিকেটগুলো সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে জনগণকে শোষণ করছে।

আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় থানা নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।

এদিকে হাজারীবাগ থানা শাখার দাওয়াতী সভা হাজারীবাগের কেরাতুল কোরআন মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার। ওয়ারী, শ্যামপুর, ডেমরা থানার দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, চকবাজার থানার সভায় সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার, যাত্রাবাড়ী থানার দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, মুগদা থানার সভায় মুফতী আব্দুল আহাদ, সবুজবাগের সভায় হাফেজ মাওলানা নাযির আহমদ শিবলী।

ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানায় দাওয়াতী সভা : শুক্রবার বিকেলে কাওরান বাজারস্থ আশিয়ান রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও থানা শাখার দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতী সভায় থানা নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে লোকজন অংশ নেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, পরিকল্পনা মন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রতিটি সেক্টর দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামের অনুশাসনের বিকল্প নেই। নেতৃবৃন্দ বলেণ, ইসলামের আদর্শ সর্বত্র পৌঁছে দিয়ে ইসলামী সমাজ গঠনে অনুপ্রাণিত করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ