শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
 ৪৫ বছরের ইমামকে মুসল্লিদের রাজকীয় বিদায় দিবালোকে পাথর মেরে হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের মিটফোর্ডে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি ছাত্র জমিয়তের মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা আলমডাঙ্গায় আল মাহমুদের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভা ঝিনাইদহে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ ‘চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যায় পুরো জাতি স্তম্ভিত’ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম যুগপূর্তি উৎসব ও দেয়ালিকা-ম্যাগাজিন প্রদর্শনী-২০২৫ নব্য হায়েনাদের তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ! পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: প্রতিবাদে উত্তাল ঢাবি

ভারতীয় বাহিনীর নৃশংসতা বাড়ছেই: কাশ্মিরি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মিরে ভারতীয় বাহিনীর নৃশংসতা দিন দিন বাড়ছে। শিক্ষিত কাশ্মিরি যুবকরাই এই বাহিনীর দ্বারা সংগঠিত গণহতার প্রধান টার্গেট।

সম্প্রতি পার্লামেন্ট ভবনে সিনেটের চেয়ারম্যান মুহাম্মদ সাদিক সানজারানির সাথে আলাপকালে এসব কথা বলেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী সরদার আব্দুল কাইয়ুম খান নিয়াজি।

তিনি বলেন, কাশ্মিরি যুবকরা ভারতের কবল থেকে মুক্তির জন্য অকাতরে আত্মত্যাগ করছে। কিন্তু কাশ্মিরি জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাশ্মির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সিনেটের চেয়ারম্যান সাজিদ সানজারানি এ সময় ভারতীয় বাহিনীর হাতে কাশ্মিরিদের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং পরিকল্পিত হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে পুলিশসহ অন্যান্য বাহিনীর অন্যায় এনকাউন্টারে কাশ্মিরের মুসলিম যুবকদের হত্যা করা হচ্ছে। এমনকি তাদের লাশ পর্যন্ত উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হচ্ছে না।

সানজরানি আরো বলেন, পাকিস্তানি জাতি এবং সরকার সবসময় কাশ্মিরি ভাইদের পাশে রয়েছে। কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার অর্জনের জন্য তাদের সংগ্রামে অব্যাহত সমর্থন দিয়ে যাবে পাকিস্তান। ভারতীয় বাহিনীর এ ধরনের নৃশংস অত্যাচারের তীব্র নিন্দা জানাই আমরা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ভারত অধিকৃত কাশ্মিরে এনকাউন্টারে কাশ্মিরি মুসলিমদের হত্যার পরিমাণ বেড়ে গেছে। জঙ্গী আখ্যা দিয়ে তারা বেশ কিছু নিরীহ বেসামরিক লোককে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতদের স্বজনরা। এমনকি হত্যার পর নিহতদের লাশও পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে না। এ নিয়ে সেখানে বিক্ষোভ দানা বেধে উঠছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ