শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ভারতে কাজ করছে না জিমেইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন এলাকায় কাজ করছে না জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইমেইল সার্ভিস জিমেইল।

মঙ্গলবার দুপুর থেকে এমন সংকট দেখা দিয়েছে বলে ইন্টারনেট আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাতে জানিয়েছে আইএএনএস।

দেশটির বিভিন্ন প্রান্তের জিমেইল ব্যবহাকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। এদিন দুপুর ৩টা থেকে ভারতের নানা প্রান্তের জিমেইল গ্রাহকরা সমস্যায় পড়েন।

জিমেইল ব্যবহারকারীরা বলছেন, তারা কোথাও মেইল পাঠাতে পারছেন না; কোনও জায়গা থেকে পাঠানো মেইল খুলতেও পারছেন না।

ডাউন ডিটেক্টরের পক্ষ থেকে একটি গ্রাফ প্রকাশ করে দেখানো হয়েছে, দেশের অন্তত শতকারা ৬৮ ভাগ জিমেইল গ্রাহক ইমেইল পাঠাতে পারছেন না। ১৮ শতাংশ গ্রাহক সার্ভার সমস্যায় পড়েছেন। আর ১৪ শতাংশের বেশি মানুষ লগইন সমস্যায় ভুগছেন।

এ বিষয়ে এখনও পর্যন্ত গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। টুইটারে জিমেইল সমস্যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ক্ষোভ জানিয়েছেন ফেসবুকেও।

সম্প্রতি ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপের বিভিন্ন সার্ভিস ব্যাহত হয়। পরে ক্ষমা প্রার্থনা করেন কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ