শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না ইসরায়েল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইরান তার পরমাণু প্রকল্পের সব সীমারেখা লঙ্ঘন করেছে। তথাপি ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না ইসরায়েল।

সোমবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্যে এমন কথাই বললেন নাফতালি বেনেত।

এদিকে বেনেতের এই বক্তব্যকে 'মিথ্যায় পরিপূর্ণ' বলে তা প্রত্যাখ্যান করেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত মজিদ তাখত রাভানচি।

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে বেনেত বলেন, 'পরমাণু অস্ত্রের ছত্রছায়ায়' ইরান মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণ পেতে চায়।

ইরানের পরমাণু তৎপরতা বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য আহ্বান জানান বেনেত।

বক্তব্যে ইরানের পরমাণু তৎপরতায় ইসরাইলের এককভাবে পদক্ষেপ নেয়ার হুমকি দেন নাফতালি বেনেত।

তিনি বলেন, 'ইরানের পরমাণু প্রকল্প এক পটপরিবর্তনমূলক অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং একইসাথে আমাদের ধৈর্য্যও ফুরিয়ে এসেছে।'

বেনেত বলেন, 'ইসরায়েল পরমাণু অস্ত্র অর্জনে ইরানকে অনুমতি দেবে না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ