শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

সৌদি আরবে ৩ কোটি ৯০ হাজার করোনার টিকা প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে এখন পর্যন্ত সৌদি আরবে ৩ কোটি ৯০ হাজার টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে ৫৮৭ টি দানকেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে দেশটির সকল নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের করোনার টিকা দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-এর তথ্য অনুযায়ী, সৌদি আরবে সব মিলিয়ে প্রায় ৫৬.৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে দেশটির নাগরিকদের দ্রুতই ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিটেরস জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের সাথে ফ্লাইট চালু করবে সৌদি আরব।

সম্প্রতি সৌদি আরবের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সে নিষেধাজ্ঞা আবারো উঠিয়ে নেওয়া হলো।

সূত্র: আল-আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ