শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে নিহতদের জন্য আল্লামা সাজিদুর রহমানের মাগফিরাত কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবিতে নিহতদের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করেছেন জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক আল্লামা সাজিদুর রহমান।

আজ শুক্রবার (৩ সেপ্টম্বর) জুমার নামাজের পরে এ দোয়া পরিচালনা করেন তিনি। জেলার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ার জামে মসজিদে মুসুল্লিদের নিয়ে বিশেষ এ দোয়ার আয়োজন করা হয়।

এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার লইসক্যা বিলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ২৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সেদিন  সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী ট্রলারের যাত্রীবাহী ট্রলারটির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বালুবাহী ট্রলারটি আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান জানান, ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ