শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


লেবু বাগানে কাজ করতে গিয়ে ৭৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ।

গতকাল সোমবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বিভিন্ন ভাড়াঘর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল করিম।

তিনি বলেন, এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা এসব এলাকায় লেবু বাগানসহ বিভিন্ন পেশায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে চলতি বছরের ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল জানিতে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় আটজনের নাম এসেছে। তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আটক রোহিঙ্গারা জানান, দৈনিক ৫০০ টাকার মজুরির বিনিময়ে তারা এখানে কাজ করতে আসেন। এছাড়া মালিকরা পুলিশকে ম্যানেজ করেছে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ক্যাম্প থেকে পালিয়ে আসেন। এর আগেও তারা এ এলাকায় কাজ করতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে এসব রোহিঙ্গাদের দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করাচ্ছেন। বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ছোট-বড় প্রায় ৫ শতাধিক লেবু বাগান রয়েছে। এসব বাগানে ১০ থেকে ১৫ হাজার শ্রমিক কাজ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ