মঙ্গলবার, ২০ মে ২০২৫ ।। ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২২ জিলকদ ১৪৪৬


আওয়ার ইসলামের নাম ব্যবহার করে ভুয়া পেজ ও আইডি থেকে সাবধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভুয়া খবর পাঠানো হচ্ছে। আওয়ার ইসলাম নাম ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যমূলক নিউজ প্রচার করছে কে বা কারা। আওয়ার ইসলাম নিউজ পোর্টালের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ তামিম।

তিনি আরো বলেন যে বা যারা এ বিভ্রান্তকর সংবাদ প্রচার করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আওয়ার ইসলাম সুস্থ ধারায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বিশ্বাসী।

যারা আওয়ার ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ার ইসলামের নামে যারা ভুয়া পেজ বা আইডি চালাচ্ছেন তাদেরও সতর্ক করে তিনি বলেন, অতিদ্রুত আওয়ার ইসলাম নাম ব্যবহার করে খোলা ভুয়া পেজ বন্ধ না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো আমরা।

-এটি


সম্পর্কিত খবর