শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


নিজ ভূমি শেখ জাররায় ফিলিস্তিনিদের ভাড়া দিয়ে থাকার শর্ত দিল ইসরায়েলি আদালত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের ভাড়ার শর্তে 'সুরক্ষিত বাসিন্দা' হিসেবে থাকার প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সোমবার শেখ জাররাহ থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের এক আপিল শুনানিতে ঘোষিত রায়ে এই প্রস্তাব দেয় আদালত।

আদালতের রায়ে বলা হয়, শেখ জাররাহে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের 'সুরক্ষিত বাসিন্দার' স্বীকৃতি দেবে ইসরায়েল। তাদেরকে ওই মহল্লা থেকে কখনোই উচ্ছেদ করা হবে না। তবে এর জন্য তাদেরকে 'ভাড়াবাবদ অর্থ' ইসরাইলি বসতিস্থাপনকারী সংস্থা নাহালাত শিমনকে দিতে হবে।

তবে ফিলিস্তিনিরা এই প্রস্তাব আগেই প্রত্যাখান করে রেখেছেন। তারা শেখ জাররাহ মহল্লায় তাদের বসতবাড়ির মালিকানার দাবি জানিয়ে আপিল করেছিলেন।

এর আগে গত এপ্রিলে জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্ট (ইসরাইল পরিচালিত) শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের আদেশ দেয়। ভুক্তভোগী পরিবারগুলো রায়ের বিপক্ষে ইসরাইলি সুপ্রিম কোর্টে আপিল করে। গত ১০ মে আপিল আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও ওই সময়ে উদ্ভুত পরিস্থিতিতে তা স্থগিত করা হয়।

শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে পশ্চিম তীর, গাজাসহ ইসরাইলের অভ্যন্তরের ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করেন। জেরুসালেমের মসজিদুল আকসাসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ফিলিস্তিনিদের এই বিক্ষোভে ইসরাইলি বাহিনী হামলা চালায়। মসজিদুল আকসার ভেতরে ইসরাইলি হামলার জেরে গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলি সামরিক বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। ‌১০ মে থেকে টানা ১১ দিনের সংঘর্ষের পর ২১ মে থেকে দুই পক্ষের মধ্যে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর পূর্ব জেরুসালেম জর্দানের নিয়ন্ত্রণে আসে। ঐতিহাসিক ফিলিস্তিনের বিভিন্ন স্থান থেকে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের ১৯৫৬ সালে শেখ জাররাহ মহল্লায় আবাসন করে জর্দান সরকার।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইলের যুদ্ধে পুরো জেরুসালেমের নিয়ন্ত্রণ নেয় ইসরাইল। ১৯৭২ সালে ইসরাইলি বসতিস্থাপনকারী কিছু সংগঠন শেখ জাররাহে জমির মালিকানা দাবি করে ইসরাইলি আদালতে মামলা করে।

২০০২ সালে প্রথম ৪৩ ফিলিস্তিনি বাসিন্দাকে শেখ জাররাহ থেকে উচ্ছেদ করা হয়। পরে ২০০৮ ও ২০১৭ সালে আরো কিছু পরিবারকে এই মহল্লা থেকে উচ্ছেদের আদেশ দেন ইসরাইলি আদালত।

সূত্র: হারেৎজ, আলজাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ