রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল! বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল

ওমরা পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত হারামাইন কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

হজের সবগুলো ধাপ সফলতার সাথে সম্পন্ন হওয়ার পর ওমরা পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত হারামাইন কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, ওমরা পালন করতে ইচ্ছুক এমন ব্যক্তিরা এখন থেকে ইতামারনা অ্যাপের মাধ্যমে আগের মত আবারো ওমরা ও মসজিদুল হারামে নামাজ আদায় জন্য সময় নিতে পারবেন।

হারামাইন কর্তৃপক্ষ হজ মৌসুম শেষ হওয়ার পর হারাম শরীফসহ আশপাশের সমস্ত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্যানিটাইজিং-এর কাজ সম্পন্ন করেছেন।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছেন, হাজীদের জন্য হারাম শরীফের যে দরজা গুলো খোলা হয়েছিল তা এখন বন্ধ করা হয়েছে। ওমরা আদায়কারীরা আগে যেসব দরজা ব্যবহার করতেন এখন থেকে সে দরজাগুলো ব্যবহার করে হারাম শরীফে প্রবেশ করতে পারবেন।

হারাম শরীফ থেকে মাতাফ পর্যন্ত বিশেষ ট্র্যাকের ব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই তাওয়াফ করতে পারবেন।

এমনিভাবে তাওয়াফ শেষে দুই রাকাত সুন্নত আদায়ের জন্যও জায়গা নির্ধারণ করা হয়েছে। নামাজের জন্য এই জায়গা ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়াও হারামাইন কর্তৃপক্ষ  মসজিদুল হারামে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

প্রসঙ্গত,  এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ আল-মাশহাত বলেছেন, হজ শেষে ধাপে ধাপে ওমরা চালু করবে সৌদি কর্তৃপক্ষ। আগামী২৫  জুলাই থেকে ওমরা চালু হবে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, শুরুর দিকে প্রতিদিন ২০ হাজার লোককে ওমরার অনুমতি দেয়া হবে। পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

গত বছর মার্চে করোনাভাইরাস সংক্রমণের কারণে মক্কার মসজিদুল হারামে ওমরা পালন স্থগিত রাখা হয়। সাত মাস স্থগিত থাকার পর অক্টোবর থেকে আবার ওমরা চালু করা হয়। ওই সময় প্রতিদিন ছয় হাজার ব্যক্তিকে ওমরার অনুমতি দেয়া হয়। পরে তা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। হজের কারণে ওমরা পালন স্থগিত ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ