শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


টঙ্গীতে কারখানা খোলা রাখায় জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আজহার পর কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এওয়ান পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কারখানাটি চলছিল। কারখানার সকল শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধ বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। ‘অতি জরুরি’ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া মানা।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় বিশেষজ্ঞদের সুপারিশে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ লকডাউন ছিল সারা দেশে। এরপর ঈদ উদযাপনে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল করার ঘোষণা আসে। পরে সরকার জানায়, ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবারও বিধিনিষেধগুলো কার্যকর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ