আবদুল্লাহ তামিম।। চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানুপুর জামিয়া ইসলামীয়া ওবাইদিয়া মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী রহ. এর সহধর্মিণী ও বর্তমান মহাপরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরীর আম্মাজান সন্ধ্যা ৭.২০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
জামিয়া ইসলামীয়া ওবাইদিয়া মাদরাসা থেকে প্রকাশিত পত্রিকা আল মানাহিল এর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
আগামীকাল রোববার সকাল ১০ টায়, ফটিকছড়ির নানুপুরস্থ জামিয়া ওবাইদিয়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
আল্লামা শাহ সুফি জমির উদ্দিন নানুপুরী রহ. (১৯৩৬-২০১১) ছিলেন বাংলাদেশের একজন সুফি সাধক ও হানাফি সুন্নি আলেম। তিনি জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের ২য় প্রতিষ্ঠাতা মহাপরিচালক ছিলেন। ইসলাম প্রচারক হিসেবেও তার খ্যাতি ছিল অনেক অনেক বেশি।
আল্লামা শাহ জমির উদ্দিন রহ. ১৯৩৬ সালে চট্টগ্রাম জেলার অন্তর্গত ফটিকছড়ির প্রসিদ্ধ নানুপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দুল গফুর এবং দাদার নাম মরহুম নেয়ামত আলী ও পরদাদার নাম মরহুম হিম্মত আলী।
তিনি হাটহাজারী থেকে ফারেগ হওয়ার পর প্রাথমিক অবস্থায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাথুয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োজিত হন। সেখানে সুনামের সাথে শরহে জামী, সুল্লামুল উলুম, মাইবুজী, তাফসীরে জালালাইন ইত্যাদি গুরুত্বপূর্ণ কিতাবাদি পড়াতেন। সেখানে শিক্ষকতা করার পর নানুপুরের শাহ সুলতান আহমদের ইশারায় ১৯৬৫ সালে জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরে শিক্ষক হিসেবে নিয়োজিত হন।
সেখানে কাফিয়া, শরহে জামী, সুল্লাম, জালালাইন শরীফ, নাসায়ী শরীফ সহ গুরুত্বপূর্ণ কিতাবাদির শিক্ষা দেন। শিক্ষকতার সাথে তিনি উল্লেখযোগ্য একটি সময় শিক্ষা সচিবের দায়িত্বও পালন করেন।
তাঁর কর্মদক্ষতার প্রতি লক্ষ্য করে শাহ সুলতান আহমদ ওনার জীবদ্দশাতেই তাঁকে আচার্য হিসেবে মনোনীত করেন। আল্লামা সুলতান আহমদ রহ. এর জীবদ্দশাতেই তিনি প্রায় দশ বছর যাবত এই জামিয়ার আচার্যের দায়িত্ব পালন করেন। এরপর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হোন।
তিনি ৩ ফেব্রুয়ারি ২০১১ সালে বৃহস্পতিবার দিবাগত রাত্রে নানুপুরের একটি জলসায় লাখ লাখ ভক্তবৃন্দের সামনে বয়ানের ফাঁকে ফাঁকে বার বার একটি কবিতা পড়ছিলেন।
‘হে আল্লাহ জীবনের সকল আশা ভরসা আমার অন্তর থেকে দূর হয়ে গেছে। আপনি আসুন, আমার ক্বলবের মধ্যে জায়গা নিন। অন্তর আপনারই জন্য খালি হয়ে গেছে।’
এর দুদিন পরেই শনিবার দিবাগত রাতে এশার নামায আদায় করে নিজ প্রয়োজনাদি থেকে ফারেগ হয়ে পবিত্র কাপড় পরিধান করে আল্লাহর জিকির করতে করতে মৃত্যুবরণ করেন।
-এটি