শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


তাওয়াফে কুদুমের সময় ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বাইতুল্লাহ প্রাঙ্গণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

করোনা মহামারীর মধ্যে এবার দ্বিতীয় বছরের মতো নির্দিষ্ট পরিমাণ হাজিদের নিয়ে পালিত হচ্ছে হজ। হজে অংশ নিতে মক্কা মুকাররমায় আসতে শুরু করেছেন হাজীদের কাফেলা। মক্কা মুকাররমায় পৌঁছেই তারা সুন্নত তাওয়াফে কুদুম আদায় করেছেন। এই সময় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মসজিদুল হারাম ও বাইতুল্লাহ প্রাঙ্গণ।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হারাম মক্কিতে প্রবেশের আগে আল-নাওয়ারিয়া, আল-জায়েদী, আল-শরিয়া ও আল-হুদা  চারটি কেন্দ্র থেকে হাজিদের অভ্যর্থনা জানানো হচ্ছে।

হজের সময়ে ট্রাফিক  ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান আল হারবি। তিনি আল আরাবিয়াকে জানিয়েছেন, হাজীদের বহনকারী বাসে স্যানিটাইজার, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

 

প্রসঙ্গত, করোনা মহামারীর মধ্যে দ্বিতীয় বছরের মতো নির্দিষ্ট পরিমাণ হাজীদের হজ্ব পালনের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ গাইড লাইন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মসজিদুল হারামে প্রবেশের পূর্বে হাজীদের ৬ হাজার জন  ভাগ করে গ্রুপ  বানানো হয়েছে। যারা ৩ ঘণ্টা পর প্রথম গ্রুপের তাওয়াফ শেষে মসজিদুল হারামে প্রবেশ করবেন।

حجاج کے لیے ٹرانسپورٹ

তাওয়াফে কুদুমের প্রথম পর্ব শনিবার স্থানীয় সময় সকাল ৬ টা থেকে শুরু হয়েছে এবং  (সৌদি আরবে ৮ জিলহজ) রাত নয়টা পর্যন্ত চালু থাকবে।

সৌদি মিডিয়াগুলোর খবরে বলা হয়েছে, সোমবার হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন এবং মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।

এবছর সৌদি আরবে অবস্থানরত ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।

এ বছর মসজিদে হারাম থেকে আরাফার ময়দান ও মুজদালিফার জন্য পায়ে হেঁটে যাওয়ার অনুমতি পাবেন না কেউ।

সৌদি মিডিয়াগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরাফার ময়দানে যাওয়ার জন্য বিশেষ বাস চালু করা হবে।

সূত্র: আরব নিউজ, এক্সপ্রেস নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ