বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭

শিরোনাম :
সর্বসাধারণের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি অপহৃত মাদরাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩ মায়ের জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি, তারেক রহমানের কৃতজ্ঞতা `এই অনাচার ও উশৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক’ ‘বর্ষবরণের নামে উন্মাদনা অপরিণামদর্শিতা ছাড়া আর কিছু নয়’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিমের ব্যবস্থা করার ঘোষণা: ধর্ম উপদেষ্টা রাজধানীতে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ এর চেয়েও বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়: আজহারী ‘ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে’

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী কাশ্মীরের রেহতী বেগম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ১২৪ বছর বয়সে করোনা ভাইরাসের টিকা দিতে গিয়ে ভারতে সন্ধান মিলেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বয়সী নারীর। তিনি হলেন জম্মু-কাশ্মীরের বরমুলার রেহতী বেগম। রেশন কার্ড অনুযায়ী তার বয়স এখন ১২৪ বছর। রেশন কার্ড ছাড়া তার এই বয়স প্রমাণের আর কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি।

ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দ্বারে দ্বারে যাচ্ছেন। এরই মধ্যে তাদের সামনে চলে আসেন রেহতী বেগম। তাতে তিনি নিজের বয়স ১২৪ বছর বলে দাবি করেন। কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়সী নারী হিসেবে চিহ্নিত জাপানের কানি তানাকা।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের হিসাবে তার বয়স ১১৮ বছর। সেই হিসেবে রেহতী বেগম তার চেয়ে ৬ বছরের বড়। তবে এ যাবত বিশ্বে সবচেয়ে বেশি বয়সী নারীর রেকর্ড ছিল ফরাসি এক নারী জ্যাঁন কালমেন্টের। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মারা যান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনিই বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী নারী বলে স্বীকৃত। কিন্তু তার চেয়েও দুই বছরের বড় রেহতী বেগম। তবে রেহতী বেগমের বয়স এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে স্বীকৃত নয়। তা সত্ত্বেও তার এই বয়সের তথ্য জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।

একজন চিকিৎসক নিশ্চিত করে বলেছেন, রেহতী বেগমকে ভ্রাম্যমাণ একটি টিকাদান ইউনিট বুধবার টিকা দিয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ