রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


বাংলাদেশের পাসপোর্ট সংশোধন ‘অগ্রহণযোগ্য’: ফিলিস্তিনের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েল লেখা বাদ দিয়ে বাংলাদেশের পাসপোর্টে যে সংশোধনী আনা হয়েছে তা ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সোমবার (২৪ মে) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আহ্বন জানান তিনি।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ সরকার এমন এক সময়ে এই পাসপোর্টে পরিবর্তন এনেছে, যখন কয়েকদিন আগে গাজায় ইসরায়েল হামলা ও নৃশংসতা চালিয়েছে। সে কারণে এই পরিবর্তন একটি ভুল বার্তা দেবে।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এই ইস্যুর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন। তবে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। সে হিসেবে বাংলাদেশে যে কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে। তবে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করবো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ