শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


৪ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এর সকল কার্যক্রম ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে ওই ৪দিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি মোতাবেক আগামী ১২ মে বুধবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত টানা ৪ দিন দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এর সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সে মোতাবেক ওই চার দিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্র দ্বারা ভারতীয় ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।

ঈদের ছুটি শেষে আগামী ১৬ মে রবিবার থেকে আবারও সিঅ্যান্ডএফ এজেন্ট এর সকল কার্যক্রম পুনরায় শুরু হবে এতে করে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট ৪দিন তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সকল কার্যক্রম খোলা থাকবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ