মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হসপিটালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুক্রবার (৭ মে) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

মেডিকেল বোর্ড মনে করে কি না, তাকে বিদেশ নিতে হবে- এমন প্রশ্নের জবাব এড়িয়ে তিনি বলেন, দেশের স্বনামধন্য হাসপাতাল ও তাদের চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। তার অবস্থা অপরবর্তিত, স্থিতিশীল রয়েছে।

ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, সরকার অনুমতি দিলেই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার করোনা টেস্ট হলেও ফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। করোনামুক্ত হলেও শারীরিকভাবে নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং হিমোগ্লোবিন কমে যাওয়ার পাশাপাশি অক্সিজেনের মাত্রাও বারবার উঠানামা করছে। তাছাড়া তার রক্তের সব রিপোর্টই নেতিবাচক। যে কোনো সময় তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ