মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরের নিকটবর্তী আদামুজ এলাকায় সংঘটিত ভয়াবহ দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানি এবং অসংখ্য মানুষের আহত হওয়ার খবরে বাংলাদেশ সরকার ও জনগণ গভীরভাবে মর্মাহত। তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এই শোকের সময়ে স্পেনের জনগণের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

শোকবার্তায় তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও বিবেচনার আশ্বাস প্রদান করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ