বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় যে ফলগুলো খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি

মসজিদে স্বাস্থ্যসচেতন মুসুল্লিদের উপচেপড়া ভীড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: করোনার দ্বিতীয় ঢেউ চলছে। মসজিদগুলোতে ২০ জনের বেশি মুসল্লি অংশ নিতে পারবে না-সরকার এমন প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু ধর্মপ্রাণ বাংলাদেশের মসজিদগুলোতে বাড়ছে মুসল্লিদের ভীড়। এমন পরিস্থিতিতে সরকারের বেঁধে দেয়া ২০ জনের সীমাবদ্ধতা মান্যকারী মুসল্লিদের সংখ্যা খুব বেশি নয়। গতকাল রমজানের প্রথম তারাবিতে দেখা গেছে বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভীড়। তারা সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই তারাবির নামাজ আদায় করছেন। বলা যেতে পারে, মসজিদে স্বাস্থ্যসচেতন মুসুল্লিদের উপচেপড়া ভীড় বাড়ছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অধিক মুসুল্লিদের আগমনের বিষয়টিকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।

গতকাল বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসেছিলেন মোহাম্মদ আকরাম হোসাইন। পুরান ঢাকার নিমতলী এলাকা থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারাবির নামাজ আদায়ের জন্য। তিনি জানান, ‘আমরা সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করছি।

রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদের মুসল্লি মো. খায়রুল ইসলাম বলেন, ‘যদিও সরকার করোনা থেকে বাঁচার জন্য ২০ জনের বেশি মুসুল্লি অংশ নিতে নিষেধ করেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আমরা নামাজ আদায় করছি।’ রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে একই চিত্র দেখা গেছে।

এর আগে করোনা সংক্রমণরোধে কঠোর বিধিনিষেধের মধ্যে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নামাজে অংশ নিতে না করেছে ধর্ম মন্ত্রণালয়। পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবির নামাজের ক্ষেত্রে এ নিয়ম মানার আহবান জানিয়েছেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ