শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান মসজিদে নববীতে কোরআন শিক্ষায় রেকর্ড: ২০২৫ সালে ৮,৩৩৫ হাফেজ তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা ভারতের তীব্র শীতের মধ্যে ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল মোদী সরকার ২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে: ধর্ম মন্ত্রণালয় ইরানের বিক্ষোভ নিয়ন্ত্রণে না আসলে ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি ‘খতমে বুখারি ফুল দেওয়া ও ছবি তোলার জন্য নয়, অশ্রু ঝরানোর সময়’

অতিআপন ৬ জনকে হারিয়ে আমি দিশেহারা: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মুশতাক আহমদ।।

প্রিয় দোস্ত আহবাব! মেহেরবানী! আমরা ধৈর্য হারাবো না। ‘পরিনাম’ এর মালিক একমাত্র মহান আল্লাহ; তিনি ইচ্ছা করলে কোন অশুভকেও শুভ বানিয়ে দেন, আবার ইচ্ছা করলে কোন শুভকেও জটিলতম অশুভয়ে পরিনত করে দেন। তিনি কাদিরে মুতলাক। আমরা আল্লাহ পাকের যাতের উপর আস্থা রাখবো। মনে মনে খাইর ও ফালাহের খুব দুআ করতে থাকবো। নিজেরা কোন ধরনের শৃংখলাহীন কাজে লিপ্ত হবো না। বড়দের সম্মান করবো, বড়দের মান্য করবো।

কাউকে দালাল বলে গালি দিব না, কাউকে অসম্মানজনক বাক্য দিয়ে আঘাত করবো না। কেউ কারো লেজুড় ধরে টান দিবো না। ঈমান আমাদের সকলের কাছে সর্বাপেক্ষা প্রিয়ধন। মসজিদ মাদ্রাসা ও ইলমে দীনের তাহাহফুয আমাদের সকলের কাম্য। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, ভীষণ অসুস্থ।

পরিবার থেকে এ যাবত অতিআপন ৬ জনকে হারিয়ে আমি দিশেহারা। কিন্তু তবুও পবিত্র কুরআন ও কিতাবের তালীম কিভাবে সন্তোষজনক পদ্ধতিতে অব্যাহত রাখা যায়; মশওয়ারা করে ইনশাআল্লাহ আবারো চেষ্টা করে যাবো। আমরা সেই চার সঙ্গি ২. শায়খুল হাদীস হযরত মাওলানা হাফেয ইয়াহয়া মাহমূদ, ৩. শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতী মোহাম্মদ আলী, ৪. শায়খুল হাদীস হযরত মাওলানা মুজিবুর রহমান- আমরা পরামর্শ করছি। বসাবসিও শুরু হয়ে গিয়েছে। মাশায়েখে ওলামা ও হুফফায সকলের কাছে বিনীতভাবে দুআ চাই। আমীন।

উপরের লেখাটি ড. মুশতাক আহমদ এর আইডি থেকে নেয়া। তিনি আওয়ার ইসলামকে বলেন, আমি মানসিকভাবে ও শারীরিকভাবে ভেঙ্গে পড়েছি। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালার যেনো সুস্থতা দান করেন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ