শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


শ্বাসকষ্টে ভুগছেন গোলাম রাব্বানী, অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: গত দুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড আইডিতে ডাকসুর সাবেক জিএস রাব্বানী লেখেন, জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সঙ্গে গত দুদিন যাবত শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গত রাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে।

চাঁদাবাজিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১০৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে চাঁদা দাবির অভিযোগও উঠে।

এরপর ভুল সংশোধনের সুযোগ চেয়ে ও ক্ষমাপ্রার্থনা করে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছিলেন গোলাম রাব্বানী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ