মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

মুগদা মারকাযুল ফুরকানের উদ্যোগে কেরাত ও হামদ-নাত মাহফিল ২৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত মারকাযুল ফুরকানের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী, কেরাত ও হামদ-নাত মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী (২৬ মার্চ) শুক্রবার, বাদ জোহর মুগদা মধ্য মসজিদ সংলগ্ন (শামসুল হক টাওয়ার মুগদা জিরাে পয়েন্ট) ঢাকায় অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী কেরাত ও হামদ-নাত মাহফিল। এতে কালামে পাক থেকে তেলাওয়াত করবেন, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, কারী শহিদুল ইসলাম, কারী আব্দুল মালেক বিক্রমপুরী, কারী সাইফুল ইসলাম পারভেজ, বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম, কারী আবু রায়হান, কারী উসমান গণি, কারী হাফেজ সাইফুল ইসলাম ত্বকী, কারী সিফাতুল্লাহ আড়াইহাজারী।

সঙ্গীত পরিবেশন করবেন, আনিস আনসারী, আবু সুফিয়ান, শেখ এনাম, আবু উবায়দা, মাহমুদ হুজাইফা, কবি রিয়াদ হায়দার, হাসান নকীব, খন্দকার হােসাইন আহমাদ, সালমান সাদী, শামীম আরমান, মাসুম বিল্লাহ ইলিয়াস। উপস্থাপনায় থাকবেন তাহসান ইসলাম হান্নান ও মুহিব ইমতিয়াজ।

পুরস্কার বিতরণী কেরাত ও হামদ-নাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাবের হােসেন চৌধূরী। উদ্বোধন করবেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাে. গােলাম কিবরিয়া খান রাজা, হাফেজ মাওলানা তাফাজ্জল হােসাইন, শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রমূখ। এতে সভাপতিত্ব করবেন গ্রীন খিদমাহ প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব ডা, সফিউল্লাহ ভূইয়া।

সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মােশাররফ হােসাইন মাহমুদ।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা মােশাররফ হােসাইন মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, ‘লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা আয়োজন করেছি কুরআন পাঠের। শহিদের রুহের মাগফেরাত কামনায় উৎসর্গ করতে চাই আমরাদের এ আয়োজন। আমাদের মারকাযুল ফুরকান পরিবারে পবিত্র কুরআনুল কারীম পাঠ করা হবে এ দিন। যার সাওয়াব লাভের মাধ্যমে শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা তাদের মাগঢেরাত কামনা করি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ