সাজ্জাদ হুসাইন: শান্তি ও নিরাপত্তার ধর্ম, ইসলামের শিক্ষায় প্রভাবিত হয়ে এক আমেরিকান অমুসলিম নারী ইসলাম গ্রহণ করেন। এ লক্ষ্যেই তিনি গত (সোমবার ১৫মার্চ) করাচির বিন্নুরিয়া বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হোন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ৪২ বছর বয়সী আমেরিকান নারী টিফনি সালসেট স্মিথ, ইসলামী শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন। বিন্নুরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা নোমান নাঈম, টিফনি সালসেট স্মিথকে শাহাদা বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে ইসলামের সুশীতল ছায়ায় স্বাগত জানান।
প্রিন্সিপাল মাওলানা নোমান নাঈম নওমুসলিমা টিফনি সালসেট স্মিথ এর নাম পরিবর্তন করে নাম রাখেন আয়েশা আমিনা।
আয়েশা আমিনা ইসলাম গ্রহণপরবর্তী এক সাক্ষাৎকারে বলেন, তিনি পবিত্র কুরআনের বিভিন্ন বিষয়ে গবেষণা করে ইসলামের সত্যতা অনুধাবন করেন। তাই নিঃসংকোচে, প্রশান্তচিত্তে ইসলাম গ্রহণ করেন।
তিনি আরও বলেন, ইসলামই নারীদের অধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছে। ইসলাম গ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। (সূত্র: আল আরাবিয়া উর্দু)
এমডব্লিউ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        