রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

ঢাকা ও নারায়ণগঞ্জে মসজিদ ভাঙ্গার পরিণতি শুভ হবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহর ঘর মসজিদ ভাঙার পরিণতি শুভ হবে না। অতীতেও যারা এই গর্হিত ও নিন্দিত কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমানেও যারা আল্লাহর ঘর ভাঙ্গার মিশনে নেমেছে তাদের‌ও পরিণতি শুভ হবে না। ঢাকা ও নারায়ণগঞ্জে শিশুপার্কের নামে যেসব মসজিদ ভাঙ্গা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন জমিয়ত নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উল‌ইয়ার কো- চেয়ারম্যান, সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ড.মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম ও মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।

নেতৃবৃন্দ আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। মুসলমানদের অধিকারকে প্রাধান্য দিতে হবে। আমরা দেখছি বর্তমানে দেশের বেশিরভাগ পার্ক মাদকসেবীদের আখড়া ও আড্ডাখানায় পরিণত হয়েছে। যারা পার্ক করার নামে সরকারি জায়গা থেকে আল্লাহর ঘর ভেঙ্গে দিয়েছে, তারা এদেশের ইসলামপ্রিয় জনতার হৃদয়ে চরমভাবে আঘাত দিয়েছে। যারা মসজিদ ভাঙ্গার সাথে জড়িত তারা ত‌ওবা না করলে আল্লাহর গজব অবশ্যম্ভাবী।

নেতৃবৃন্দ মসজিদ ভাঙার সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকার ও ভেঙ্গে ফেলা মসজিদগুলোকে পুনঃনির্মাণ করার জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ