রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

সরকারের সব অপকৌশল ব্যর্থ করে আবারো লংমার্চের হুমকি মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।।

পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) সিনেট নির্বাচন ও লংমার্চের পরিপ্রেক্ষিতে সরগোদা এবং খুজদারে বিক্ষোভ মিছিল বাতিল করেছে, পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, সমস্ত দল সিনেট নির্বাচন এবং লং মার্চের প্রস্তুতি গ্রহণ করছে। তিনি সরকারের সব অপকৌশল ব্যর্থ করে আবারো লংমার্চের হুমকিও দিয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, পিডিএম প্রধান মাওলানা ফজলুর রেহমান এবং পিএমএল-এন কেন্দ্রীয় নেতা শহীদ খাকান আব্বাসির মধ্যে টেলিফোনে কথোপকথনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই নেতার মধ্যে টেলিফোন কথোপকথনে লংমার্চের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।পিডিএম ২৩ ফেব্রুয়ারি সরগোধে এবং ২ ফেব্রুয়ারি খুজদারে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা এই ফোনালাপের পরে বাতিল করা হলো।

টেলিফোনে কথোপকথনের সময় পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান সকল দলকে সিনেট নির্বাচন ও লংমার্চের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।মাওলানা ফজলুর রেহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন, টেলিফোনে সিনেট নির্বাচনসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিরও আলোচনা হয়েছে।

এদিকে জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান তনসা শরীফে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেছেন, আমাদের যদি ইসলামাবাদে বাঁধা দেয়া হয় তাহলে আমরা রাওয়ালপিন্ডির দিকে অগ্রসর হবো। লংমার্চের মাধ্যমে আমরা সরকারের সমস্ত অপকৌশল ব্যর্থ করব।

ডেইলি জং থেকে কাজি আব্দুল্লাহর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ