রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

শায়খ আহমাদুল্লাহ’র পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহর পরিবারের আরো তিনজন সদস্য করোনা আক্রান্ত।

বিষয়টি নিশ্চিত করে তার ভেরিফাইড পেজ থেকে জানানো হয়, ‘করোনার উপসর্গ দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে তাদের কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। তবে শায়খের দুই শিশু সন্তানের কোভিড টেস্ট করা হয় নি বলে তাদের সম্পর্কে কিছু জানা যায় নি।’

শায়খ আহমাদুল্লাহর জন্য দোয়া চেয়ে পেজে বলা হয়, ‘আমরা সবার নিকট আমাদের প্রিয় শায়খ ও শায়খের পরিবারের সবার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন শায়খকে ও তাঁর পরিবারের সবাইকে দ্রুত আরোগ্য দান করেন।’

প্রসঙ্গত, শায়খ আহমাদুল্লাহর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে।  শনিবার তার ভেরিফাইড ফেসবুক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এক পোস্টে বলা হয়েছে, ‘তাঁর শারীরিক অবস্থা কিছুটা ভালো। কাশি ও বুকে ব্যথা কম। ফুসফুসের অবস্থা জানা যাবে সিটি স্ক্যান করার পর ইনশাআল্লাহ।’

ওদিকে তার পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ! মুহতারাম শায়খ আহমাদুল্লাহর বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। আমরা সকলে দুআ করি আল্লাহ তাআলা মুহতারাম শায়খকে দ্রুত সুস্থ করে দিন।’

এর আগে গত (৪ ফেব্রয়ারি) বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হোন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল (৫ ফেব্রুয়ারি) শুক্রবার তাকে স্থানান্তর করে ঢাকার অন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছিলো। বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ