শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ঝিনাইদহের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, ব্যালট বাক্স ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ২টি ব্যলট বাক্স ভাঙচুর করে। দুর্বৃত্তদের হামলায় আহত হন সাগর নামে নৌকা প্রতীকের এজেন্ট।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ৫নং ওয়ার্ডের মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় তারা।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আল আমীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ২টি ব্যালট বাক্স ভাঙচুর করে এবং নৌকা প্রতীকের এজেন্ট সাগর হোসেনকে মারধর করে। সে সময় দায়িত্বরত পুলিশ ও মোবাইল টিমের সদস্যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল বাশার জানান, এ ঘটনায় দুজন আটক আছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ