fbpx
           
       
           
       
কুকুর-বিড়ালকেও ভ্যাকসিনের আওতায় আনা হতে পারে
জানুয়ারি ২৫, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে করোনা। প্রাণী থেকেও এর সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে; এমন পরিস্থিতিতে ভবিষ্যতে হয়তো ভ্যাকসিনের আওতায় আসতে পারে কুকুর-বিড়ালও। বিজ্ঞানীদের দেওয়া তথ্যের বরাতে ডেইলি মেইল এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

গবেষকরা বলছেন, প্রাণী থেকে মানুষের শরীরে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারটি ‘দীর্ঘ মেয়াদী ঝুঁকি’র। গৃহপালিত প্রাণী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। এর মাধ্যমেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

জানা যায়, ডেনমার্কে বেজি জাতীয় প্রাণী মিঙ্কের এক খামারে গত বছর করোনার সংক্রমণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে অনেক প্রাণী। মৃত্যুও হয় কিছু মিঙ্কের।

এরই মধ্যে রাশিয়াতে প্রাণীদের জন্য করোনার টিকা উদ্ভাবনের কাজ এগিয়ে চলছে।

-কেএল