রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

অপরাধ নির্মূলে খেলাফত শাসনব্যবস্থার বিকল্প নেই: খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, দেশে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, প্রতিনিয়ত খুন-ছিনতাই, ঘুষ-দূর্নীতি ও ধর্ষণের মত ভয়াবহ ঘটনা আশংকাজনক ভাবে বেড়েই চলছে। সঠিক বিচারের অভাবেই অপরাধ বন্ধ হচ্ছে না।

আজ শনিবার বিকালে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ানগঞ্জ জেলা পুনঃগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সকল অপরাধ মোকাবেলায় আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরে মানবতা বোধ জাগিয়ে তুলতে হবে। রাষ্ট্রের সকল স্তরে অপরাধ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র তথা খেলাফত পদ্ধতির শাসনব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই। ইনসাফ ভিত্তিক খেলাফত প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা আমীর আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, জেলা সাধারন সম্পাদক মাওলানা শেখ সাদী, মুফতি ইমরান হুসাইন কাসেমী, মুফতি জামাল উদ্দিন রশিদী, মাওলানা ইউসুফ, মাওলানা নুরুল্লাহ হাশেমী মাওলানা আখতারুজ্জামান সাদেকী ও মেহেদী হাসান প্রমুখ।

মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বাংলাদেশে মুসলিম শিক্ষার্থীদের কৌশলে যৌন শিক্ষা ও ইসলাম বিরোধী বিবর্তনবাদ শিক্ষা দিয়ে মুসলিম শিক্ষার্থীদেরকে চরিত্রহীন ও নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে ইসলাম ও নৈতিকতা বিরোধী শিক্ষা বাতিল করতে হবে।
সভাপতির ভাষনে আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. ছিলেন আল্লাহর রাসূলের একজন সত্যিকারের অনুসারী। তাঁর জীবনী অধ্যয়নের মাধ্যমে ইসলামী শিক্ষা বাস্তবায়নের সঠিক দিকনির্দেশনা লাভ করা সম্ভব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ