রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ-১ আসনে দেয়াল ঘড়ির প্রার্থীর গণসংযোগ অব্যাহত হাতপাখা না থাকা ৩২ আসনে যা করবে ইসলামী আন্দোলন পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা হজযাত্রীদের টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে জামায়াতে ইসলামী বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান, ছাড়িয়ে গেলেন ট্রাম্পকেও বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক

পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩১টি পৌরসভার সবক'টিতেই ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

পঞ্চমধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ ২রা ফেব্রুয়ারি, বাছাই ৪ঠা ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার ১১ ফ্রেব্রুয়ারি। এ সময় পূর্বের পৌরসভা নির্বাচন নিয়ে মোহাম্মদ আলমগীর জানান, দু'একটি বিচ্ছিন্ন ঘটনাকে নির্বাচন পরিস্থিতির অবনতি বলা যাবে না। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল বলেও মনে করেন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

সচিব আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এর আগে, দেশের ৫৬টি পৌরসভায় চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন সচিব জানান আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে। ১৯ জানুয়ারি বাছাই, আর প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। এছাড়া ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, গেল ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভায় প্রথম ধাপের ভোটগ্রহণ হয়। এরপর গত ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ