সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৪০ এর সাব-পিলার ১৬ এর কাছে ঘটেছে এ ঘটনা।

আহতরা হলেন- ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর ডাকডহর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে হাছানুর আলী (১৮) ও মোজাহার পরামানিকের ছেলে শাহাদৎ পরামানিক (২৫)।

ওই ওয়ার্ডের সদস্য মহিমুল ইসলাম জানান, ঘন কুয়াশার সুযোগ নিয়ে সকালে একদল গরু-পাচারকারী কাঁটাতারের উপর দিয়ে গরু আনতে গেলে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার শালমারা থানার কালাইবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে গুলি ছোড়ে।

এসময় হাছানুর আলী এবং শাহাদৎ হোসেন নামের দুই যুবক আহত হন। পরে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য নিয়ে যায়।

দুই গরু পাচারকারীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বলেন, তারা এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছে।

কচাকাটা থানার ওসি মাহবুব আলম জানান, বিএসএফ’র গুলিতে আহত দুই বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে শুনেছি।

কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হওয়ার খবরটি লোক মারফতে শুনেছি। তবে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ