শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


স্বাধীনতাকামী ফিলিস্তিনের শহিদদের কবর ভেঙ্গে ‘তাওরাত উদ্যান’ বানাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর নদভী।।

থামছেনা দখলদার ইসরায়েলের জুলুম অত্যাচার নির্যাতন। আল-কুদসের হাজার বছরের ঐতিহ্য ও স্মৃতি একের পর এক ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে তারা৷ এরই মধ্যে গতকাল অধিকৃত জেরুসালেমের পুরাতন শহর, আল-আকসা মসজিদের সাথে সংযোগের সিঁড়িগুলো গুড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফুল্লাহ আল ফায়েজ৷

দাইফুল্লাহ আল ফায়েজ জানান, অধিকৃত পূর্ব জেরুসালেমে ইসরায়েলি একতরফা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফিলিস্তিনকে মিটিয়ে দিতে চায়। ইসরায়েলি দখলদার সৈন্যদের লক্ষ্য হলো আরবদের পরিচয় মিটিয়ে দিয়ে ইহুদী রাজ্য প্রতিষ্ঠা করা৷

এদিকে ইসলামি অনুদান বিভাগের সাথে সম্পর্কিত কবরস্হান রক্ষনাবেক্ষণ কমিটির চেয়ারম্যান মোস্তফা আবু জুহরা এক বিবৃতিতে বলেন,
ফিলিস্তিনের স্বাধিনতাকামী শহিদদের কবরস্থানের আয়তন প্রায় ৪ হাজার বর্গমিটার৷ এতে শহিদানের কবরসহ বহু প্রাচীন স্মৃতিও রয়েছে৷ দখদলদার ইসরায়েল কর্তৃপক্ষ কবরস্থানের দিকে যাওয়ার সিঁড়িগুলো ভেঙে দিয়েছে। এখন তারা শহিদদের কবরস্হানের জমিতে ‘তাওরাত উদ্যান’ বানানোর পরিকল্পনা করছে৷

গতকাল (১১ জানুয়ারি২০২১) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার কর্তৃপক্ষের এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংস্থার সিদ্ধান্তগুলির সুস্পষ্ট লঙঘন৷ তিনি দখলদার কর্তৃপক্ষ কর্তৃক এই ধ্বংস ও বিনাশমূলক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এই কর্মকান্ড বন্ধ করার জোর আহ্বান জানান৷ সূত্র: আল-জাজিরা আরবি

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ