শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বাদ্যযন্ত্রের আওয়াজের রিংটোন ব্যবহার বৈধ কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা জানি,দফ বাদে প্রায় সব বাদ্যযন্ত্র হারাম। যদিও তা বিশেষ শর্তে হালাল। কিন্তু মোবাইলের মধ্যে যে রিংটোনগুলো আমরা ব্যবহার করি; তাতো বাদ্যযন্ত্রের মতোই মনে হয়। এগুলো ব্যবহারের হুকুম কী? শরিয়াহ কী বলে? আসুন এ বিষয়ে জেনে আসি-

শারঈ সমাধান:- সব রিংটোনই বাদ্যযন্ত্রের আওয়াজ নয়। অনেক রিংটোন আছে যা বাদ্যযন্ত্র ছাড়া অন্য কিছুর আওয়াজ। রিংটোন হিসেবে গান ও বাদ্যযন্ত্রের আওয়াজ ছাড়া সাধারণ শব্দাবলীর রিংটোন ব্যবহার করতে কোনো সমস্যা নেই। বাদ্যসহ রিংটোনের ব্যবহার শরীয়তসম্মত নয়।-সহিহ মুসলিম ২/২০২; মুসতারাকে হাকেম : ৬৯০৮; ইসলাম আওর মুসিকি-মুফতি মুহাম্মাদ শফি।

উত্তর লিখনে: মুফতি লুৎফুর রহমান ফরায়েজী। পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ