আওয়ার ইসলাম: ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশানারা সেলিম (৫০) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার রাত পৌনে ১২ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার (৩০ নভেম্বর) বাদ আসর চক বাজার জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে।
হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল এই তথ্য নিশ্চিত করেছেন।
গুলশানআরা বেগম ২০১৬ সাল থেকে কিডনি, ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ওই সময় তিনি ব্যাংকের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা করান। গত আগস্ট মাস থেকে তিনি ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
-এএ