শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮ ফজরের পর ঘুমালে যে ক্ষতি হতে পারে! খেলাফত মজলিস প্রার্থীর ইন্তেকাল, দলের শোক প্রকাশ

পিএইচডি ডিগ্রী অর্জন করলেন মাওলানা শহীদুল ইসলাম ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন লেখক, গবেষক ও চিন্তাশীল আলেম ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। তার পিএইচডির বিষয় ছিলো- ‘আত্মশুদ্ধির নববী পদ্ধতি : একটি বিশ্লেষণধর্মী অধ্যয়ন’ (মানহাজুন নবী সা. ফী তাযকিয়াতিন নফস : দিরাসা তাহলীলিয়াহ)। গবেষণার ভাষা ছিলো আরবী।

গত ৬ নভেম্বর একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এই পিএইচডি ডিগ্রীর অনুমোদন দেয়া হয়।

ড. শহীদুল ইসলাম ফারুকীর পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার প্রফেসর ড. মুহাম্মদ আবুল লাইছ খায়রাবাদী। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন তুরস্কের সুলতান ফাতেহ মুহাম্মদ ইউনিভার্সিটির প্রফেসর ড. লাইছ সাউদ জাছেম এবং মালয়েশিয়ার সুলতান যয়নুল আবেদীন ইউনিভার্সিটির প্রফেসর ড. শাফি বিন হামযা। ইন্টারনাল এক্সামিনার ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার প্রফেসর ড. আহমদ আল-মুজতবা।

ড. ফারুকী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ভারতের দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম নদওয়াতুল উলামা লাখনৌ, ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। আরবী ও বাংলা ভাষায় বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধসহ প্রায় দুই ডজন গ্রন্থের লেখক তিনি।

তাছাড়া তিনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনাই, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ ও প্রবন্ধ উপস্থাপন করেছেন।

ড. ফারুকী কাতারভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স, লন্ডনভিত্তিক ওয়র্লড ইসলামিক ফেরাম ইউকে এবং মরক্কোভিত্তিক গ্লোবাল মাকাসিদ ইনস্টিটিউট এর সদস্য। এছাড়া মানবতাবাদী সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ