শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


এবার ফ্রান্সপণ্য বয়কটের ডাক দিলেন মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেষ নবি মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত মন্তব্য ও ফ্রান্সজুড়ে নবি অবমাননায় ফরাসি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম, সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানি।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় তিনি দু:খ প্রকাশ করে বলেন, উভয় জাহানের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফ্রান্স ও এর রাষ্ট্রনায়কের ঘৃণ্য আচরণের পরেও আমরা কি ফরাসি পণ্য ক্রয়, বিক্রয়, ব্যবহার এবং আমদানি চালিয়ে যাব?

তিনি আরো বলেন, ফ্রান্স তখনই শিক্ষা পাবে যখন পুরো ইসলামী বিশ্ব তাদের পণ্য বর্জন করবে। আমরা নিজেদের জায়গা থেকে ফ্রান্সের অসভ্যতার বিরুদ্ধে কমপক্ষে এতটুকু প্রতিবাদ তো জানাতেই পারি।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে নবিকে অবমাননা করায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। তখনই শিক্ষকের ওপর হামলা করে। আবদৌলখ নামের ওই তরুণকে ঘটনাস্থলেই পুলিশের গুলি করে শহিদ করে তাকে।

এরপরই ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ এ কথা বলেন। ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।

মহানবি সা.-এর বিতর্কিত ছবি প্রদর্শনীর কারণে সৌদি, পাকিস্তান, তুরস্ক, ইরানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ফ্রান্সের নিন্দা ও সমালোচনা করছে। ইসলামবিরোধী অবস্থানের প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলিমরা ফ্রান্সের পণ্যসামগ্রী বর্জনের ডাক দিয়েছে। প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিতে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাবনা পাস হয়েছে।

বিশ্বের বেশির ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়া হয়। সৌদিতেও বর্জনের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে ফরাসি সুপার মার্কেট চেইন ক্যারেফোর। ফরাসি এই সুপারমার্কেট চেইনের পণ্য বর্জনের ডাক সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড হয়েছে। ভোক্তাদের এই মার্কেটের পণ্য কেনা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যদিও রয়টার্সের প্রতিবেদকরা সৌদি আরবের রাজধানী রিয়াদের ক্যারেফোরের অন্তত দুটি দোকান পরিদর্শন করে অন্যান্য স্বাভাবিক সময়ের মতো সেগুলোতে ব্যস্ততা দেখতে পেয়েছেন। এই কোম্পানির একজন প্রতিনিধি বলেছেন, তারা এখনও পণ্য বর্জনের প্রভাব আঁচ করতে পারেননি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ