মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

সাভারে আল্লামা আহমাদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়া ও ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার যৌথ উদ্যোগে সাভারের ব্যাংক কলোনী মাদরাসা প্রাঙ্গণে ১৪ অক্টোবর (বুধবার) বিকেল তিনটায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়া সাভারের সভাপতি মাওলানা আবদুল্লাহ ও ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার আমির মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারীর যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- শাইখুল হাদীস আল্লামা নূর হোছাইন কাসেমী।

আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন আকাবিরে দারুল উলূম দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র। তিনি তাদের ইলম ও মারেফাতের মুকুট অর্জন করতে পেরেছিলেন। তিনি দরসে হাদীসের মসনদে জীবন্ত কিংবদন্তি ও আত্মশুদ্ধির মেহনতে জগত বিখ্যাত ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত বাতিল বিরোধী আন্দোলন করে গেছেন। খতমে নবুওয়াতের রাজসিংহাসনের মর্যাদা রক্ষায় তিনি ছিলেন অকুতোভয় এক সিপাহসালার। হেফাজত, বেফাক, হাইয়াতুল উলইয়াসহ কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার ব্যাপারে তার রেখে যাওয়া মিশন এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার।

‘আজকে শাইখুল ইসলাম না থাকলেও তার আদর্শ আমাদের সামনে আছে। সুতরাং সেই আদর্শের উপর অটল অবিচল থেকে আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে ইসলাম ও মুসলমানদের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।’

মুফতি নাজমুল হাসান বিন নূরী ও মুফতি আমীনুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদীস আশিকুর রহমান কাসেমী, শাইখুল হাদীস মুফতি হামেদ জহিরী, সুলতানুল ওয়ায়েজীন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, বলিয়ারপুর মাদরাসার প্রিন্সিপাল মুফতি আবদুর রাজ্জাক কাসেমী।

উপস্থিত ছিলেন ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়ার মহাসচিব শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, জামিয়াতু ইব্রাহীমের প্রিন্সিপাল মুফতি জাহিদুল ইসলাম, বালিথা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনওয়ার হোসাইন মুর্তাজা, ইসলামপুর মাদরাসার শিক্ষা সচিব মুফতি মাহফুজুর রহমান।

হারুনিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলী আশরাফ তৈয়ব, বলিয়ারপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রশিদ, আনওয়ারুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মুফতি শাহেদ জহিরী, মাওলানা আফজালুল ইসলাম, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মাসউদুর রহমান আইয়ুবী, মুফতি মাসুম বিল্লাহ আল হাবিবী, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মাওলানা জাকির হোসাইন, মুফতি আরিফুর রহমান, মুফতি আমীর হামজা, হাফেজ কাজী আবু তাহের সাভারী, মুফতি আলী আহমাদ, হাফেজ দ্বীন মুহাম্মাদ সহ বিপুল সংখ্যক উলামায়ে কেরাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ