শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


দেশে ওয়াজ মাহফিল দীর্ঘদিন বন্ধ থাকায় ধর্ষণ বেড়েছে: অধ্যক্ষ ইউনুছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ধর্মীয় মাহফিল, সভা-সমাবেশ বন্ধ থাকায় মানুষ দ্বীনবিমুখ হয়ে অপরাধের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় সভা ওয়াজ-মাহফিল করার অনুমতি দিলে মানুষের মধ্যে আল্লাহভীতি সৃষ্টি হয়ে অন্যায় থেকে ফিরে আসতে পারে।

গতকাল রোববার (১১ অক্টোবর) বিকালে আশুলিয়ার চারাবাগ কারিমিয়া মাদরাসা মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ধর্ষক ও দুর্নীতিবাজদের শরীয়াহ আইনে বিচার করলে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন থাকবে না। মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ না থাকায় আল্লাহবিমুখ হয়ে বিপথগামী হচ্ছে।

মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হলে শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা তথা আল্লাহমুখী শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, দেশে আইনের শাসন না থাকলে এবং নাগরিক অধিকার খর্ব হলে মানুষ অপরাধপ্রবণ হয়ে উঠে।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ