আওয়ার ইসলাম: পাকিস্তানের করাচি জামিয়া ফারুকিয়া প্রিন্সিপাল মাওলানা সলিমুল্লাহ খান রহ. এর সুযোগ্য উত্তরসূরী মাওলানা ড. আদিল খান শাহাদাতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামবিদ্বেষী চক্রের বলি হয়ে মাওলানা ড. আদিল খান ও তার ড্রাইভার মকসুদ শাহাদত বরণ করেছেন। এ ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মূল ঘটনা খোঁজে বের করতে হবে। সন্ত্রাসী যারাই হোক না কেন দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
-এএ