শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন: ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর ও শেখ হাসিনার কটুক্তিকারীদের শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু। সারাদেশ থেকে বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব আলহাজ্ব শরিফ উদ্দিন, কমান্ডার মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা মহিলা কমান্ডের আহ্বায়ক পারভীন রশিদ, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, মাইটিভির সিনিয়র রিপোর্টার মানিক লাল ঘোষ, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অহিদুল ইসলাম তুষার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুর রশিদ মন্ডল রানা, শহীদ সন্তান ৭১’র সাধারণ সম্পাদক আল-আমিন মুক্তি ও সিনিয়র সহ-সভাপতি সাজেদা জামান রিনা।

আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সালমান মাহমুদ জসিম, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক কাজল, সহ-সভাপতি শহীদ সন্তান হাফিজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জাহান, শাহিনুর করিম বাবু, সম্পাদকমন্ডলির সদস্য রুবিনা ইয়াসমিন অন্তরা, বেলাল আহমেদ, প্রচার সম্পাদক ইঞ্জিঃ শাহ পরান সিদ্দিকী (তারেক)।

ঢাকা মহানগরের সহ-সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন, শাহিন আহমেদ, জাহাঙ্গীর হোসেন মিলন, শরিয়তপুর জেলা সভাপতি শামিম আহমেদ (ভিপি শামিম), ঝিনাইদহ জেলা সভাপতি আসাদুজ্জামান, লক্ষীপুর জেলা সভাপতি শামিম আহমেদ, নারায়নগঞ্জ জেলা সভাপতি আল-আমিন প্রধান, জামালপুর জেলা সাংগঠনিক সম্পাদক জুয়েল, ফেনী জেলা সভাপতি মোরশেদ হায়দার মজুমদারসহ বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান নেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ