আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমেদীন বরুণার পীর, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, মৌলভীবাজার বরুনা মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি আল্লামা খলীলুর রহমান হামীদির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মুসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
এক শোকবাণীতে তারা বলেন, মরহুম আল্লামা খলীলুর রহমান হামিদী ছিলেন একজন ইসলামী শিক্ষাবিদ ও আধ্যাত্ত্বিক রাহবার। তিনি অসংখ্য দ্বীনি কাজের সঙ্গেজড়িত ছিলেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ভক্ত ও রয়েছে। তাঁর ইন্তেকালে দেশ একজন আধ্যাত্মিক রাহবারকে হারিয়েছে। যা অপুরনীয়। নেতৃদ্বয় তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-এএ