আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুনা মৌলভীবাজার মাদরাসার সদরে মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান শায়খে বর্ণভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাঁর মাগফিরাত কামনা করেছেন।
আজ শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, শায়খে বরুনা আজীবন মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন। তিনি হাদিসের খেদমত করে অসংখ্য আলেম তৈরি করেছেন ও তরিকতের মাধ্যমে পথহারা আল্লাহ ভোলা মানুষদের আল্লাহর পথের দিশা দিয়ে গেছেন।
আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের দ্বীনি খেদমতগুলো কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন ও সেই সাথে শোকসন্তপ্ত পরিবারবর্গ, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী সকলকে সবর করার তওফিক দান করেন।
এমডব্লিউ/