আওয়ার ইসলাম: বরুণার পীর, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, মৌলভীবাজার বরুনা মাদ্রাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান হামীদির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়বে আমীর মাওলানা আফজালুর রহমান।
এক শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা খলীলুর রহমান হামিদী মুসলিম উম্মাহর একজন আধ্যাত্বিক রাহবার ছিলেন। তিনি অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গেজড়িত ছিলেন। ইসলামের বিভিন্ন প্রয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র ভক্ত ও রয়েছে। তাঁর ইন্তেকালে দেশ একজন আধ্যাত্মিক রাহবার ও ইসলামের সেবককে হারিয়েছে। যা অপুরণীয়।
নেতৃদ্বয় তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমডব্লিউ/