শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়: স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়, বরং এর সমাধান হচ্ছে প্রতিরোধ। আর এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত 'করোনার দ্বিতীয় ঢেউ মোকােবেলা ও প্রস্তুতি' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যেসব ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেগুলো শতভাগ সুরক্ষা দেবে না বলেই জানা গেছে। সর্বোচ্চ ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। বাকি ৩০ শতাংশের ক্ষেত্রে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে।

এখন পর্যন্ত করোনার গতিবিধির সুনির্দিষ্ট তথ্য নেই জানিয়ে তিনি বলেন, মূলত অতীত অভিজ্ঞতা থেকে ধারণা করছি যে, হয়তো আসন্ন শীতে ঠাণ্ডা আবহাওয়া পেয়ে ভাইরাসটির আরেকটি ঢেউ আসতে পারে। এক্ষেত্রে তা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যমন্ত্রী যে পরামর্শ দিয়ে যাচ্ছেন সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

স্বাস্থ্যের ডিজি বলেন, কীভাবে কী করা যায় তা নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তারা বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। সেগুলো আমলে নিয়ে আপাতত প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হার যতটুকু আছে সেটি কিন্তু এমনি এমনি হয়নি। সবার সমন্বিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে মোটামুটি একটি ভালো পর্যায়ে আছি। প্রধানমন্ত্রী আমাদের কাজের প্রশংসা করেছেন। এতে আমরা অনুপ্রাণিত, যোগ করেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ