শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


এমসি কলেজের ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে এমসি কলেজের এক ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলার ৭ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিনা সুলতানা নীলা আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার আসামিরা হচ্ছেন- মুহিবুর রহমান (৩৫), আনিসুর রহমান (৩০), সোবহান মিয়া (৬৫), রফিকুল ইসলাম মোড়ল (৪৫), আব্দুল খালিক (৪৫), আব্দুর রহিম বাবু (৫০) ও সিরাজুল ইসলাম সিরাই (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আকমল আলী। বাদীপক্ষের আইনজীবী আকমল আলী জানান, ৭ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ২ দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে নজির আহমদ মোজাহিদকে (২৪) অপহরণ করে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা দায়ের হলে গত বৃহস্পতিবার আদালতে হাজির হন আসামিরা। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ