শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


মুগদায় আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে দোয়া মাহফিল ১২ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মুগদার মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে দোয়া মাহফিল আগামী ১২ অক্টোবর (সোমবার) জোহরের পর মুগদা মধ্য জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রধান মেহমান: মুহিউসসুন্নাহ হযরত মাওলন শাহ্ আবরারুল হক রহ. এর খলিফা, মাদরাসা দাওয়াতুল হক দেওনার নাজেম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথি: বাংলাদেশ ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর আলহাজ্ব মিসবাহুর রহমান চৌধুরী।

প্রধান আলোচক: মুনাযিরে আজম আল্লামা নূরুল ইসলাম অলিপুরী। বিশেষ আলোচক: মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, শাইখুল হাদীস আল্লামা আব্দুর রহমান (উজানী), আল্লামা নূরুল ইসলাম জিহাদী, আল্লামা ফয়জুল্লাহ সন্দ্বীপী (মাদানীনগর), আল্লামা তাজুল ইসলাম (চাঁদপুর), মাওলানা খুরশিদ আলম কাসেমী, আল্লামা মুফতি হাফিযুদ্দিন(মালিবাগ)

আল্লামা মুহিব্দুল্লাহিল বাকী নদভী, আল্লামা ফয়যুল্লাহ ইব্রাহীমী (গােলাপবাগ), মাওলানা সিরাজুল হক্ব (মাদানীনগর), মুফতি বশিরুল্লাহ (মাদানীনগর) মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী মাওলানা আ. খালেক শরিয়তপুরী, মুফতি রাফি বিন মুনির, মুফতী মুরতাজা হাসান মাসুম ফয়েজী, মুফতি রিজওয়ান রফিকী, হাফেজ মাওলানা তাফাজ্জল হােসাইন, মাওলানা ওবায়দুল্লাহ মাজহারী মাও. মাহমুদুল হাসান ফেরদৌস (কুয়াকাটা), মাও. শিব্বির আহমাদ ক্বাসেমী মুফতি রফিউদ্দিন মাহমুদ নূরী। এছাড়াও মুগদা থানার ইমাম ওলামা পরিষদের সকল ওলামায়েকেরাম উপস্থিত থাকবেন।

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. স্মরণে দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন- গ্রীন খিদমাহ প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ডা. সফিউল্লাহ ভূঁইয়া। তত্ত্বাবধান করবেন- মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মোশারফ হোসাইন মাহমুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ