আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী য়ৈদ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা, নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে।
তিনি বলেন, আজ মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নেই। সরকার মা বোনদের ইজ্জত আব্রæর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একদিকে নারী নির্যাতন ও ধর্ষণ, অপরদিকে দুর্নীতি সমানতালে চলছে। তিনি বলেন, সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগ অত্যন্ত খারাপ দৃস্টান্ত স্থাপন করেছে। ছাত্রলীগ প্রমাণ করলো তাদের হাতে নারী জাতিও আজ নিরাপদ নয়।
তিনি বলেন, দেশে একধরণের অস্থিরতা বিরাজ করছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রæর নিরাপত্তা নেই। এমতাবস্থায় একটি দেশ চলতে পারে না। তিনি সকলকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আজ সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীভন চরম দুর্বিষহ করে তুলেছে। একদিকে কাঁচাবাজার, চাল, তেল ও পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে মানুষ অনেক ভোগান্তি পড়েছে। এমতাবস্থায় সরকারকে বাজার নিয়ন্ত্রণে কঠোর ভুমিকা পালন করতে হবে।
-এটি